গাইবান্ধায় সাঁওতাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৭, ১৫:০৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল হত্যা ও বাড়িঘরে আগুন দেয়ার মামলায় ইউপি সদস্য শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ ইনভেস্টেগেশন অব ব্যুরো (পিবিআই)। শাহ আলম গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের সদস্য।

রবিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে শাহ আলমকে ছিনিয়ে নিতে তার অনুসারীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক মোজাম্মেল হক, এসআই প্রভাত, এএসআই শাহ জালাল ও কনস্টেবল বজলু রহমান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া জানান, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে শাহ আলম জড়িত। রাতে গোপন খবরে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষ থেকে মামলা করা হয়। এতে ৩৩ জন নামীয় ও অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :