চার লাখ তালগাছ রোপণের উদ্যোগ মির্জাপুর ইউএনও’র

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:০৬ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০১৭, ১২:২১

একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে আলোচিত হয়েছেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত সাদমীন। এরই ধারাবাহিকতায় এবার একযোগে এ উপজেলায় তালগাছ রোপন কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।

‘লাগাই তাল বৃক্ষ প্রেয়সী মির্জাপুরে, বজ্রপাতে মরণ ভীতি হারিয়ে যাক চির তরে’ এই শ্লোগান নিয়ে আগামী ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় একযোগে এই তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ওই দিন উপজেলার ১৪টি ইউনিয়ন একটি পৌরসভায় একযোগে চার লাখ তালবৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।

কর্মসূচিকে সামনে রেখে গত এক মাসেরও বেশি সময় ধরে নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করে যাচ্ছেন।

তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ইউএনও ইসরাত সাদমীনের পরিকল্পনার প্রশংসা করে মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন ঢাকাটাইমসকে বলেন, শুরু থেকেই ইউএনও একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আলোচিত হয়েছেন। একযোগে সারা উপজেলায় চার লাখ তালবৃক্ষ রোপণ কর্মসূচি তার আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ঢাকাটাইমসকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ উপজেলায় একযোগে চার লাখ তালবৃক্ষ রোপণ করা হবে। একাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :