বিমানবন্দরে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:০৭ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪১

চিকিৎসা শেষে লন্ডন থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরের পর থেকে ঢাকা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে এসে বিমানবন্দরের আশপাশে জড়ো হতে শুরু করেন। বিকাল পাঁচটা ৪০ মিনিটে খালেদা জিয়া ঢাকায় নামবেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ালাইন্সের (ইকে-৫৮৬) একটি ফ্লাইটে তিনি দেশের পথে রওনা হয়েছেন।

এদিকে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে বড়ধরনের শোডাউনের প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, জাসাস, বিএনপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে প্রত্যেক ইউনিটকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

নেতাকর্মীদের বিকাল তিনটার মধ্যে বিমানবন্দর ও আশাপাশের এলাকায় উপস্থিত থাকার নির্দেশনা ছিল বলেও জানা গেছে। নির্দেশনার আলোকে সবাই দুইটার পর থেকে ধীরে ধীরে চেয়ারপারসনকে স্বাগত জানাতে আসতে শুরু করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেককে বিমানবন্দর এলাকায় উপস্থিত হয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হাসান ফেসবুকে বিমানবন্দর রেলস্টেশনে কয়েকজন নেতাকর্মীসহ ছবি দিয়ে লিখেছেন, ‘শুরু থেকেই আছি।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার লিখেছেন, ‘হোটেল রেডিসন থেকে এয়ারপোর্ট এ যেন মিছিলের নগরী...স্বাগতম দেশনেত্রী।’

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :