‘অবকাঠামোর সমস্যা জবির উন্নয়নে বাধা হবে না’

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৭, ১৮:৫৮

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ও একযুগ পূর্তি (১২তম প্রতিষ্ঠাবার্ষিকী) পালিত হয়েছে। গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস থাকলেও ওইদিন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় আজ (২২অক্টোবর) দিনটি উদযাপনে নানা আয়োজনের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় পরিবার।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বেলা ১১টায় বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, ‘আইন অনুসারে বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূতি হলেও প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয় হিসেবে এর কার্যক্রম শুরু হয় ২০১১ সাল থেকে। এই ১২ বছরে বিশ্ববিদ্যালয়ের বড় চ্যালেঞ্জ ছিল কালচারাল পরিবর্তন সাধন করা। কলেজের কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমরা গুরুত্ব সহকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি প্রবর্তনের জন্য এমফিল, পিএইচডি প্রোগ্রাম চালু করার মধ্য দিয়ে গবেষণা কার্যক্রম শুরু করি। অতীতে জার্নাল ছাড়া আমাদের অন্য কোনো প্রকাশনা ছিল না। এবার আমরা ১২ বছরে এসে প্রকাশনা কার্যক্রম শুরু করেছি।’

ভিসি বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের মূল সম্পদ হলো মেধাবী শিক্ষার্থী ও শিক্ষক। এই সম্পদের উন্নয়ন ঘটে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান অন্বেষনে। যদিও আমাদের অবকাঠামোগতসহ বেশ কিছু সমস্যা বিদ্যমান রয়েছে, সেগুলো দূরীকরণে কাজ করছি। অবকাঠামোগত সমস্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের বাধা হতে দেয়া হবে না। কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্বমানের আবাসিক হল, ক্লাসরুম, লাইব্রেরি, জিমনেসিয়াম, মেডিকেল সেন্টার, খেলার মাঠ, বোটানিক্যাল গার্ডেন, গবেষণা কেন্দ্রসহ অন্যান্য অবকাঠামোসমূহ নির্মাণ করা হবে।’

(ঢাকাটাইমস/২২অক্টোবর/আইএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :