বাংলাদেশ ব্যাংকে আবার আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৩৪ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৩৩
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৮ তম তলায় আবার আগুনে ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা মো. আতাউর রহমান ঢাকাটাইমসকে জানান, সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। তবে পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ৩০ তলা ভবনের ১৮ তলায় লিফট মেরামতের সময় কাগজ থেকে আগুন লাগে। আগুন তারা নিজেরাই নিভিয়ে ফেলে। ভবনের কোনো কক্ষে আগুন লাগেনি, তাই কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের বাইরে সবসময় একটি গাড়ি টহলে থাকে। সেই ইউনিটের সঙ্গে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু ওই চারটি ইউনিট পথে থাকতেই জানা যায় আগুন নিভে গেছে। তাই তাদের যাওয়ার প্রয়োজন হয়নি। এটি বড় কোনো আগুন নয়।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম। তিনি বলেন, আগুন অত বড় নয়। লিফট মেরামতের সময় লেগেছিল। আমি মাত্র এলাম। সবকিছু নিরূপণ করে বিস্তারিত বলতে পারব।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লাগে। এতে বেশ কিছু মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ভোটগ্রহণ কাল

সুন্দরবনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে পরিবেশ মন্ত্রণালয়ের কমিটি

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রিপরিষদ সচিব

‘গোল্ডেন রাইস-বিটি বেগুন বাণিজ্যের জন্যই করা হয়েছে’

ভোটের আগে-পরে ১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আরও আলোচনা হবে, সংসদে জনপ্রশাসনমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :