ইয়ামাহা ওয়াইজেডএফ-আর১৫ এর ভার্সন থ্রি আসছে

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৭, ১১:৩২

ইয়ামাহার স্পোর্টস ঘরানার জনপ্রিয় বাইক ওয়াইজেডএফ-আর১৫ এর ভার্সন থ্রি আসছে। নতুন ভার্সনে থাকছে বেশ কিছু পরিবর্তন। এর গ্রাফিক্সে থাকছে নতুনত্ব।

আর১৫ এর ভার্সন থ্রিতে থাকছে টুইন হেডল্যাম্প। ফলে এটি আরও অ্যাগ্রোসিভ হবে। এর আসনেও পরিবর্তন আসছে। এতে স্লিট সিট ব্যবহার করা হবে।

এছাড়াও বাইকটির ফুয়েল ট্যাংকেও অভিনবত্ব থাকবে। ফলে বাইকটি আরও আকর্ষণীয় হবে।

নতুন আর১৫ এ থাকছে এলসিডি ডিজিটাল ডিসপ্লে সম্বলিত স্পিডোমিটার। যেখানে থাকছে গিয়ার পজিশন ও ইন্ডিকেটর। এছাড়াও স্পিডোমিটারে স্পিড রেকর্ডার এবং শিফট লাইট প্রদর্শিত হবে।

আর ১৫ এর ভার্সন টুর মতই ভার্সন থ্রিতে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন থাকছে। বাইকটিতে ১৫৫ সিসির ইঞ্জিন সংযোজন করা হবে। এতে থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স। নতুন ভার্সনের ইঞ্জিন হবে ২ হর্স পাওয়ার বেশি ক্ষমতার।

আগামী বছরের শুরুতে বাইকটি বাজারে আসার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :