রংপুর সিটি নির্বাচন

‘বিহাইন্ড দ্য স্ক্রিন’ প্রস্তুতি জাপা প্রার্থী মোস্তাফিজারের

রফিকুল ইসলাম রফিক, রংপুর
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২১:৩২ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৪

রংপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। সেটি না হলে তাদের ‘বিহাইন্ড দ্য স্ক্রিন’ স্ক্রিন প্রস্তুতি আছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার বিকালে নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের এ কথা বলেন জাপার প্রার্থী।

মোস্তাফিজার বলেন, ‘আমরা মনে করি রংপুর সিটিতে একটি পরিচ্ছন্ন নির্বাচন হবে। যদি কমিশন নির্বাচন সুষ্ঠু ও পরিচ্ছন্ন করে তাহলে আলহামদুলিল্লাহ। আর কমিশন নির্বাচন পরিচ্ছন্ন না করলে আমাদের বিহাইন্ড দ্য স্ক্রিন অর্থাৎ পর্দার আড়ালে আমাদের একটা প্রিপারেশন আছে। অন্যায়ভাবে এখানে কোনো কিছুই করতে দেয়া হবে না।’

কোনোভাবে কোনো সেন্টার দখল, ভোট জালিয়াতি কিংবা টেম্পারিং করতে দেয়া হবে না বলে সতর্ক করে মোস্তাফিজার বলেন, ‘আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তা হতে দেব না। সে কারণে আমরা চাইব কমিশন আইনানুগভাবে নির্বাচন উপহার দেবে। এই কালচার করতে পারলে আগামী জাতীয নির্বাচনে তার প্রভাব পড়বে, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু অভিযোগ করে আসছেন জাপার প্রার্থী মোস্তাফিজার নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করছেন। এই অভিযোগ অস্বীকার করেন জাপা প্রাথী। তিনি বলেন, ‘আমরা কোনো স্টেজ করে সভা করি না, এমনকি সামিয়ানাও টানানো হয় না। সুতরাং নির্বাচনের আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন হয় না আমাদের।’

বরং ঝন্টুর পায়ের তলায় মাটি নেই বলে দাবি করে মোস্তাফিজার বলেন, ‘উনি (ঝন্টু) বুঝতে পেরেছেন রংপুরের মানুষ তাকে চায় না। আসছে ২১ ডিসেম্বরের নির্বাচনে মানুষ তাকে লজ্জা উপহার দেবেন।’

নির্বাচনে কালো টাকার ব্যয়ের অভিযোগও নাকচ করেন মোস্তাফিজার রহমান মোস্তফা। তার দাবি, তাকে নির্বাচন করার জন্য পান দোকানদার, চায়ের স্টলের দোকানদার, ফুটপাতের ব্যবসায়ী এমনকি রিকশাচালকরাও তার বাসায় গিয়ে দু-চার হাজার টাকা দিয়ে আসছেন, যা তিনি ব্যয় করছেন।

রংপুর সিটি নির্বাচনে লাঙ্গল প্রতীক ও তার নিজের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করেন মোস্তফিজার। আর সেজন্যই নাকি আবুল-তাবুল বকছেন সরকারদলীয় প্রার্থী ঝন্টু। মোস্তফা বলেন, ‘উনি (ঝন্টু) জানেন তার কী অবস্থা হবে। উনি কী বলল আর কে কী বলল তা দেখার বিষয় নয়, একটা সুষ্ঠু ভোট চাই আমরা। সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি এবং রংপুরের মানুষ।’

নির্বাচন সুষ্ঠু করতে কমিশন ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জাপা প্রার্থী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে এই নির্বাচন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে কমিশন।’

এক প্রশ্নের জবাবে জাপার এই মেয়র প্রার্থী বলেন, ‘আমি নেতা নই, একজন সেবক হিসেবে সবার সেবা করার চেষ্টা করছি। কি বাঙালি, কি অবাঙালি, কি হিন্দু কি মুসলমান আমার কাছে কোনো তফাত নেই। আমি সবার মোস্তফা ভাই।’ নির্বাচন সুষ্ঠু হলে লাঙ্গলের গণরায় হবে বলে তিনি আশাবাদী।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :