শ্রদ্ধায় সাভার-আশুলিয়া মুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:০৭

যথাযোগ্য মর্যাদায় মধ্যে দিয়ে সাভার-আশুলিয়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইটে কিশোর মুক্তিযোদ্ধা শহীদ গোলাম দস্তগীর টিটোর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

প্রথমে আশুলিয়া প্রেস ক্লাব, ঢাকা জেলা টেলিভিশন সাংবাদিক ইউনিটি, স্থানীয় প্রশাসন ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এসময় টিটোর সমাধিস্থলে এক মিনিট নীরবতাসহ শহীদ টিটোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দিসবটি উপলক্ষে বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আশুলিয়া প্রেসক্লাবের ‘স্মৃতির পাতায় ৭১’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ভারতীয় মিত্র বাহিনী ও ঢাকা জেলা উত্তর গেরিলা যোদ্ধাদের আক্রমণে পাক হানাদার বাহিনী পিছু হটে। এসময় কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটো আশুলিয়ার জিরাবো (বর্তমান নাম) এলাকায় পাকবাহিনীর সাথে এই যুদ্ধে শহীদ হন। আর টিটোর শাহাদত বরণের মধ্যে দিয়ে ১৪ ডিসেম্বর সাভার-আশুলিয়া হানাদার মুক্ত হয়। ওইদিন রাতেই টিটোকে সমাহিত করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইটে। যুদ্ধটির নেতৃত্ব দিয়েছিলেন বিশিষ্ট চলচিত্রকার নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :