‘রাজাকারদের ফাঁসিতে ঝুলাতে পারাটাই প্রধানমন্ত্রীর স্বার্থকতা’

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫৪

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম বলেছেন, “শকুনীরা বারবার উড়াল দিচ্ছে বলেই বুদ্ধিজীবী দিবসের মত ঘটনা ঘটেই চলছে”। তিনি আরও বলেন, রাজাকারদের ফাঁসিতে ঝুলাতে পারাটাই প্রধানমন্ত্রীর স্বার্থকতা।

সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভায় তিনি একথা বললেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ওই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধা শূণ্য করার চক্রান্ত করেছিল হানাদাররা। তাদের সে আশা সফল হয়নি। দেশ আজ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য এ অনুষ্ঠানটি বিদ্যালয় মিলনায়তনে করা হয়েছে ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিক্রমপুর কেবি ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল গিয়াসউদ্দিন মিয়া, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, রশুনীয়া ইউপি চেয়ারম্যান ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল হোসেন চোকদার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আলী আজগর আব্দুল্লাহ কলেজের প্রিন্সিপাল বিশুদ্ধানন্দ চক্রবর্তী, উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :