বাংলাদেশের জয় বিশ্বে চতুর্থ, এশিয়ায় সেরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ০০:২৬

নিদাহাস ট্রফির ম্যাচে শনিবার শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রান তাড়া করে জয়ের দিক থেকে বাংলাদেশের এই জয় চতুর্থ। এই তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে সবার উপরে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশের পেছনে।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। গত ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের দেয়া ২৪৪ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে জয় পেয়েছিল অজিরা। অস্ট্রেলিয়ার পরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের ১১ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার দেয়া ২৩২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তারা চার উইকেটে জয় পেয়েছিল।

তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেয়া ২৩০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তারা দুই উইকেটে জয় পেয়েছিল। পঞ্চম অবস্থানে রয়েছে ভারত। ২০০৯ সালে তারা শ্রীলঙ্কার দেয়া ২০৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেটে জয় পেয়েছিল।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল। সিরিজে গত ৮ মার্চ ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর গত ৬ মার্চ ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :