অধিনায়ক রিয়াদের প্রথম জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০১৮, ২২:৪১ | প্রকাশিত : ১১ মার্চ ২০১৮, ১৮:৪০

জাতীয় দলে মাহমুদউল্লাহ রিয়াদ নিয়মিত অধিনায়ক নন। সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় তিনি ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন। গতকাল তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে ষষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিলেন। এদিনই প্রথমবারের মতো মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে জয় পায় বাংলাদেশ।

নিদাহাস ট্রফির ম্যাচে গতকাল শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। বেশি রান তাড়া করে জয়ের দিক থেকে বাংলাদেশের এই জয় চতুর্থ।

গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে আক্রান্ত হন সাকিব আল হাসান। তিনি এখনও ইনজুরি থেকে সের উঠেননি। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ।

এই চার ম্যাচেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু এই চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে যায় বাংলাদেশ। শুধু টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়। গত ৮ মার্চ নিদাহাস ট্রফির ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরে যায় বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :