আমের কার্টুনে মিলল ফেনসিডিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৮, ১৬:৩৫

আমের কার্টুনে ভরে অভিনব পদ্ধতিতে ফেনসিডিল আনার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম ইমরান আলী (৩২)।

শুক্রবার সকালে রাজধানীর কল্যাণপুর বাসস্টান্ডের মিজান টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ যুবককে আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ডে ফেনসিডিল একটি বড় চালান আসছে এমন খবরে র‌্যাব মিজান টাওয়ারের সামনে অপেক্ষা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার হাতে থাকা আমের কার্টুনের ভেতরে আম সরিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিল বের করা হয়।’

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া যুবক জানিয়েছেন তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে সীমান্ত এলাকা থেকে কম মূল্যে ফেনসিডিল কিনে রাজধানীতে বিক্রি করতেন। রাতারাতি বড়লোক হওয়ার নেশা তাকে এই পথে এনেছে। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মাদকবিরোধী অভিযানে কাজে লাগবে।

গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ি রাজশাহীর বোয়ালিয়ার মেহেরচন্ডি পূর্বপাড়া। তার বাবার নাম জামাত আলী।

(ঢাকাটাইমস/০৬জুলাই/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

এসবির অফিসার পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৯

বেকারত্ব ঘুচাতে শিখেন অটোরিকশা ছিনতাই, গড়ে তোলেন চক্র

রিমান্ডে লোমহর্ষক তথ্য: মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন

মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান

‘আইন যেটা চাইবে সেটাই হবে’, জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে

ফ্ল্যাটের ভুয়া দলিল মর্টগেজ দিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি

কষ্টিপাথরের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ, গ্রেপ্তার ৭

কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন মিল্টন সমাদ্দার

এই বিভাগের সব খবর

শিরোনাম :