খাশোগি নিখোঁজে জড়িতদের বিচার করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৯:২৫ | প্রকাশিত : ০৯ অক্টোবর ২০১৮, ১৯:২২

সৌদি আরবের নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির সন্দেহজনক হত্যাকাণ্ড বা অপহরণের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এমনকি সৌদি রাষ্ট্রদূত নিজেও যদি এ ঘটনায় জড়িত থাকেন তাহলে তাকেও বিচারের আওতায় আনা হবে বলে অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্টের রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপদেষ্টা ইয়াসিন আকতাই। খবর প্রেস টিভির।

ফিলিস্তিনের বার্তা সংস্থা শেহাবের কাছে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তুরস্ক আইন শাসনের একটি দেশ। এই অঞ্চলে যেই-ই অপরাধ করুক না কেন তার বিচার হবে। এটা হবে সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মামলা।’

খাশোগি ২০১৭ সাল থেকে আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে ছিলেন এবং গত মঙ্গলবার বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেট যান। কনস্যুলেট অফিসে ঢুকলেও তিনি আর ফিরে আসেননি।

এ ঘটনায় শুক্রবার সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ‘তুর্কি সরকার কনস্যুলেট অফিসের ভেতরে খুঁজে দেখতে পারে। যদি তিনি সৌদি আরবে থাকতেন তাহলে আমি অবশ্য জানতাম।’

তিনি দাবি করেন, খাশোগি কনস্যুলেট ভবনে ঢোকার পরপরই বের হয়ে গেছেন।

এরপর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, খাশোগি যে বের হয়ে গেছেন তা সৌদি কর্মকর্তাদেরকে প্রমাণ করতে হবে।

ইয়াসিন আকতাই বলেন, ‘জামাল খাশোগি নিখোঁজ হওয়ার বেশ কয়েক দিন পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কনস্যুলেট ভবন তল্লাশি করে দেখার কথা বলেছেন। এটা তুরস্কের জন্য অবমাননাকর।’

তিনি আরো অভিযোগ করেন, খাশোগি নিখোঁজ হওয়ার পর সৌদি কনস্যুলেট এবং কর্তৃপক্ষ তুরস্কের কর্মকর্তাদের এড়িয়ে গেছে।

তিনি বলেন, ‘পুরো বিশ্বে যখন খাশোগির নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়েছে তখন সৌদি কর্তৃপক্ষ ঘুমিয়ে ছিলেন এবং অদ্ভুত নিরবতা পালন করেছেন।’

তুর্কি-আরব মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি তুরান কিসলাকসি শেহাবের কাছে বলেছেন, তুরস্কের কর্মকর্তারা নিশ্চিত করেছেন খাশোগিকে কনস্যুলেট কার্যালয়ের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

আকতাই বলেন, ‘কনস্যুলেটে আসা কোনো ব্যক্তিকে অপমান করা বা বাড়িতে হত্যা করা সবচেয়ে জঘন্য এবং ভয়ানক অপরাধ।’

যুক্তরাজ্যভিত্তিক মিডল ইস্ট আই জানিয়েছে, তুরস্কের ফরেনসিক দলকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশ করতে দেয়া হয়নি।

সোমবার লন্ডনভিত্তিক আল-কুদস আল-আরাবি পত্রিকার এক প্রতিবেদনে দাবি করেছে, সৌদির কনস্যুলেট ভবনের সিসিটিভির ফুটেজে দেখে তুরস্কের কর্মকর্তারা বলেছেন, কয়েকজন ব্যক্তি কয়েকটা বাক্স কালো একটি গাড়িতে তুলছেন।

তুরস্কের কর্মকর্তারা বলছেন, সৌদি কর্তৃপক্ষ রিয়াদ থেকে একটি বিশেষ বাহিনী তুরস্কে পাঠিয়ে ৫৯ বছর বয়সী জামাল খাশোগিকে হত্যা করেছে।

মঙ্গলবার জাতিসংঘও এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সৌদি ও তুরস্ককে খাশোগির বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :