মানুষ জঙ্গিবাদকে রুখে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:০৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘একটি মহল বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান এবং লিবিয়ার মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তা হতে দেব না। আমরা জঙ্গিবাদ চাই না, মানুষ হত্যা চাই না।’

বুধবার দুপুরে রংপুরে তিন জঙ্গির আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি যারা আত্মসমর্পণ করলো আমাদের কাজ তাদের সংশোধন করা। আশা করি তারা সংশোধিত হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ সন্ত্রাস আমরা কয়েক বছর থেকে দেখে আসছি। আন্দোলনের নামে প্রতিদিন পেট্রলবোমায় জানমাল নষ্ট করা হয়েছে। শ্রমিক ছাত্র শিক্ষক সবার গায়ে পেট্রলবোমা মারা হয়েছে, অগ্নিদগ্ধ করা হয়েছে। হাজার হাজার যানবাহন ধ্বংস হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘একপর্যায়ে বিদেশিদের হত্যা শুরু হলো। তাবেলা সিজারকে হত্যা করলো, হত্যা করা হলো হোসি কুনিওকে, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেনন। যিনি সাধারণ জীবন যাপন করতেন। বাঙালি হয়ে গিয়েছিলেন। আমরা দেখলাম বান্দরবন এলাকায় পুরোহিতকে হত্যা করা হলো। এই যে টার্গেট কিলিং, আমরা এদের ধরে ফেললাম।’

একই অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ৪৩ জন গুরুত্বপূর্ণ জঙ্গিকে গ্রেপ্তার করেছি। ছয় জঙ্গি মারা গেছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা কোনোক্রমেই জঙ্গিদের পার হতে দেব না।’ এজন্য সবার সহযোগিতা চান র‌্যাব প্রধান।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হজ ফ্লাইট শুরু ৯ মে

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :