সুইডেনে কর্মক্ষেত্রে ‘সেক্স ব্রেকের’ প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৯

কর্মক্ষেত্রে ‘সেক্স ব্রেক’ কিংবা যৌন সম্পর্কের জন্য বিরতি দেয়ার আবেদন জানিয়েছেন সুইডেনের ছোট শহর ওভারটার্নিয়ার এক কাউন্সিলর। ৪২ বছর বয়স্ক কাউন্সিলর পের-এরিক মুসকোস সরকারের কাছে এই প্রস্তাব পেশ করে বলেন, এর ফলে পারিবারিক সম্পর্ক আরো মজবুত হবে এবং কর্মীদের মধ্যে উৎফুল্লতা আসবে।

মুসকোসের দাবি, এর ফলে পেশার চাপে জর্জরিত স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে।

মুসকোস বলেন, ‘বিভিন্ন গবেষণায় এটা বারবার প্রমাণিত হয়েছে যে, স্বাস্থ্য ভাল রাখতে যৌন সম্পর্কের কোনও বিকল্প নেই। আজকের সমাজে নিজেদের জন্য সময় বেশির ভাগেরই নেই। সেই সব পরিবারের জন্য আমার এই প্রস্তাব। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতিতে এই প্রস্তাব অবশ্যই সাহায্য করবে।’

এমনকী তার এই প্রস্তাব সরকার মেনে নেবেন বলেও যথেষ্ট আশাবাদী মুসকোস। তিনি মনে করেন, এই প্রস্তাব না মেনে নেওয়ার কোনও কারণ নেই।

তবে কর্মী আসলেও যৌন সম্পর্কের জন্য যাবে নাকি, অন্য কোন উদ্দেশে বিরতি নেবেন সেটি কিভাবে নিশ্চিত করা যাবে? এমন প্রশ্নের জবাবে মুসকোস বলেন, ‘বিশ্বাস করাটাই আমাদের কাজ। কর্মীদের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না। আমি আশা করব এই প্রস্তাবের সঠিক প্রয়োগই করবেন তারা।’

গত বছর এক সমীক্ষায় দেখা গিয়েছে, সমগ্র ইউরোপে সুইডিশরাই সবচেয়ে কম কাজ করেন। ব্রিটেন বা জার্মানির একজন কর্মী যেখানে বছরে গড়ে ১৯০০ ঘণ্টা কাজ করেন, সেখানে সুইডেনের কর্মীরা করেন গড়ে ১৭০০ ঘণ্টা।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :