কোকোর শ্বশুর মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০১৭, ১৫:০৫
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর এমএইচ হাসান রাজা মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন কিডনি রোগে ভোগছিলেন তিনি।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান রাজা।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, লন্ডন থেকে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে ফিরলে মরহুমের দাফন করা হবে।

বর্তমানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হয়েছে। ডিআইটির প্রকৌশলী এমএইচ হাসান রাজা মৃত্যুকালে স্ত্রী মুখলেমা রাজা, মেয়ে, দুই ছেলে রেখে গেছেন। গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বেয়াইকে দেখতে হাসপাতালে যান।

কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে স্ত্রী শামিলা রহমান সিঁথি এখন লন্ডনে রয়েছেন।

কোকোর শ্বশুরের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা শোকবার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। (ঢাকাটাইমস/১৮মার্চ/বিইউ/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা