‘ব্রিটেনে বোরকা নিষিদ্ধ করা হবে’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৭, ১৮:৩৮| আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৮:৪৬
অ- অ+

ব্রিটেনে ৮ জুনের নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিরোধী দল ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি(ইউকিপ) সোমবার তাদের নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার ঘোষণা করবে।

তার আগের দিন দলের নেতা পল নুতাল বিবিসিকে বলেছেন, তাদের ইশতেহারে মুসলিম নারীদের বোরকা বা নিকাব নিষিদ্ধ করার প্রতিশ্রুতি থাকবে। কেউ না মানলে, জরিমানা করা হবে।

তিনি বলেন, ‘জনসমক্ষে বোরকা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। ব্রিটেনে এখন নিরাপত্তা ঝুঁকি অনেকে বেড়েছে, কিন্তু মুখ ঢাকা থাকলে সিসিটিভিতে তো তাকে শনাক্ত করা যাবে না।’

‘আমি তো মুখোশ পরে বা মাথা-মুখ ঢাকা হেলমেট পরে ব্যাংকে ঢুকতে পারব না... আমি যদি না পারি, অন্যরা যদি না পারে, তাহলে কোনো একটি সম্প্রদায়ের জন্য ব্যতিক্রমী কেন হবে।’

নুতালের কথায়, ‘বোরকা মুসলিম নারীদের ব্রিটিশ সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার পথে বাঁধা তৈরি করছে। ব্রিটেনে ৫৮ শতাংশ মুসলিম নারীরা যে অর্থনৈতিকভাবে পিছিয়ে, তার অন্যতম কারণ বোরকা।’

ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

ইউকিপ নেতা বলেছেন, ব্রিটেনে এখন মূল আইনের সমান্তরালে মুসলিম শরিয়া আইনের প্রয়োগ হচ্ছে। তার দল জিতলে তা বন্ধ করে দেয়া হবে।

‘এ দেশে এমন কোনো আদালত বা পরিষদ থাকতে পারে না যেখানে নারীদের কথার দাম পুরুষের অর্ধেক। একটি উদার, গণতান্ত্রিক পশ্চিমা দেশে এটা চলতে পারে না।’

শরিয়া আদালত নিষিদ্ধের কথা বললেও রক্ষণশীল ইহুদি সমাজে প্রচলিত ধর্মীয় আদালতের বিরুদ্ধে কথা বলতে অস্বীকার করেন ইউকিপ নেতা। তিনি বলেন, ‘ইহুদিদের এসব ধর্মীয় আদালত শত শত বছর আগে তৈরি হয়েছে এবং কট্টর রক্ষণশীল ইহুদির সংখ্যাও কমে যাচ্ছে।’

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পয়ঃবর্জ্য লেক বা জলাশয়ে গেলে বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক 
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে: তারেক রহমান
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা