‘উত্তম সন্তান’ লাভের উপায়!

ভারতে হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস ‘উত্তম সন্তান’ লাভের উদ্দেশে একটি প্রকল্প হাতে নিয়েছে। এতে কি করলে নারীরা 'উত্তম সন্তান' জন্ম দিতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেয়া হচ্ছে।
আরএসএস-এর উত্তম সন্তান লাভের প্রকল্পের আওতায় রয়েছে- অভিভাবকদের তিন মাসব্যাপি 'শুদ্ধিকরণ', গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী যৌনমিলনের দিনক্ষণ নির্ধারণ, স্ত্রী গর্ভবতী হয়ে যাবার পর যৌনসংসর্গ থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং বিশেষ ধরণের খাদ্য গ্রহণ।
ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আরএসএসের স্বাস্থ্য শাখা আরোগ্য ভারতীর এ প্রকল্পের নাম দিয়েছে 'গর্ভ বিজ্ঞান সংস্কার'। প্রকল্পের উদ্দেশ হচ্ছে, এর ফলে নিখুঁত এবং যেমনটি চাই তেমন সন্তান পাবেন পিতামাতা।
আরোগ্য ভারতীর জাতীয় আহবায়ক হিতেশ জানি বলেন, এসব পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করলে অল্পশিক্ষিত, নিম্ন বুদ্ধিমত্তার অভিভাবকও মেধাবী সন্তানের জন্ম দিতে পারবে। বেঁটে ও কালো রঙের পিতামাতার সন্তান হতে পারে দীর্ঘকায় এবং তাদের গায়ের রঙ হতে পারে উজ্জ্বল।
এসব পদ্ধতির কথা হিন্দুশাস্ত্রে উল্লেখ রয়েছে বলেও জানান হিতেশ।
এ প্রকল্পের আহ্বায়ক কারিশমা মোহনদাস নরওয়ানি বলেন, গুজরাট রাজ্যে এ কর্মসূচি এক দশক আগেই চালু হয়েছে এবং জাতীয় পর্যায়ে সূচনা হয়েছে ২০১৫ সালে। শিগগির উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যেও এটা চালু হবে। এর লক্ষ্য হলো ২০২০ সালের মধ্যে এ কর্মসূচির মাধ্যমে হাজার হাজার শিশুর জন্ম ঘটানো।
আরএসেএসের প্রচারক বলেন, চার দশকেরও বেশি আগে জার্মানি থেকে এই ধারণা পেয়েছিলেন এই সংগঠনের একজন সিনিয়র নেতা।
(ঢাকাটাইমস/৮মে/জেএস)

মন্তব্য করুন