মদন উপজেলা উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীর জয়

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০১৭, ২১:২৪
অ- অ+

নেত্রকোণার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী মো. রফিকুল ইসলাম আকন্দ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে এবার ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ মিঞা জানান, মদন পৌরসভাসহ আটটি ইউনিয়নের এই উপজেলায় ৪৫টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৩৫৭ ভোটারের মধ্যে ৫০ হাজার ৪৩৯ জন ভোট প্রদান করেছেন। বাতিল ভোটের সংখ্যা ছিল ৪৪০টি।

এর মধ্যে বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম আকন্দ (ধানের শীষ) প্রতীকে ২৬ হাজার ৬১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল কদ্দুছ (নৌকা) প্রতীকে ২৩ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/এলএ)s

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা