সাপের কামড়ে ছাত্রদল নেতার বাবার মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০১৭, ১৭:০৭

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে হাসান শিকদার (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্নার বাবা।

অপরদিকে একই রাতে মেহেদী হাসান শাওন নামের এক সংবাদকর্মী সাপের কামড়ে গুরুতর আহত হন।

শুক্রবার দিবাগত রাতে দক্ষিন রাজদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রচ- গরমে অতিষ্ঠ হয়ে হাসান শিকদার বাহিরে বের হন। এসময় রাস্তার পাশে থাকা একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান। অপরদিকে একই সময় দৈনিক ভোরের ডাক পত্রিকার কালকিনি প্রতিনিধি মেহেদী হাসান শাওনকে একটি বিষাক্ত সাপ দংশন করে। পরে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।

এ ব্যাপারে চিকিৎসক মৃনাল মজুমদার বলেন, বর্তমানে অতিরিক্ত গড়মের কারণে বিষাক্ত সাপগুলো শরীর ঠান্ডা করার জন্য খোলা জায়গায় অবস্থান করার চেষ্টা করছে। তাই সবাইকে রাতের আঁধারে সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। আর সাপে দংশন করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হ্াসপাতালে রোগীকে নিয়ে যেতে হবে। তাহলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে।

(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :