চাঁদপুরে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০১৭, ২২:২৩
অ- অ+
ফাইল ছবি

বঙ্গপোসগারে সৃষ্ট ঘূর্ণি ঝড় ‘মোরা’র প্রভাবে চাঁদপুর থেকে ঢাকাগামী সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিআইডাব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ এই ঘোষণা দেন।

এ খবর নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-বন্দরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

ঘূর্ণিঝড় মোরা ও বৈরি আবহাওয়ার কারণে নৌ-পথ উত্তাল হয়ে উঠে। নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এতে লঞ্চ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চাঁদপুরকে ২ নম্বর নৌ-বিপদ সংকেত দেখালেও বিআইডব্লিটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল স্থানের লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে যাবে না বলে ঘোষণা দেয়া হয়।

অপরদিকে চাঁদপুর থেকে এমভি বোগদাদিয়া-৭, এমভি ইমাম হাসান-২, রাত ৮টা ৪০মিনিটে এমভি মিতালী চাঁদপুর থেকে ছেড়ে যায়নি।

এছাড়া রাত ১০টা হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত যেসকল লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা, সেগুলো চাঁদপুর লঞ্চঘাট ত্যাগ না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা