স্ত্রীকে গলাকেটে, সন্তানকে পুড়িয়ে হত্যা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ১৪:০০| আপডেট : ০৩ জুন ২০১৭, ১৭:০৯
অ- অ+
স্ত্রী-সন্তানকে হত্যার পর আটক বেলাল

ভোলার দৌলতখান উপজেলায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর ঘরে আগুন লাগিয়ে সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে বেলাল হোসেন নামে এক পাষণ্ড। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার পশ্চিম জয়নগর এলাকার লালু পাটওয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-শাহনা বেগম ও তার শিশু সন্তান মোহনা।

স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করতে গিয়ে ঘাতক নিজেও আহত হয়। ঘটনার পর বেলালকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিডিন জানান, শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যার পর গভীর রাতে ঘরে আগুন লাগিয়ে শিশু সন্তানকে হত্যা করে বেলাল। আমারা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে বেল্লাল এ হত্যাকাণ্ড ঘটানোর কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুন/প্রতিনিধ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা