সরিষাবাড়ীতে ইমামকে ছাত্রদল নেতার পিটুনি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ জুন ২০১৭, ২০:৪২ | প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ২০:১১

জামালপুরের সরিষাবাড়ীতে রোজার দিন প্রকাশ্যে পানাহারে নিষেধ করায় ইফতারের আগ মুহূর্তে মসজিদের ইমামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। তার বাবাও এই কাজে তার সহযোগী ছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। হামলায় আহত ইমাম হরমুজ আলীকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি আছেন।

রবিবার সন্ধ্যায় সরিষাবাড়ী ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার বিষয়টি জানাজানি হয় সংবাদকর্মীদের কাছে।

আহত ইমামের স্বজনরা জানান, হরমুজ আলী রবিবার দুপুরে একই গ্রামের তোফাজ্জল হোসেন তোফা ও তার পরিবারকে রোজার দিনে প্রকাশ্যে পানাহার করতে নিষেধ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তোফাজ্জল হোসেনের ছেলে ডোয়াইল ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সোহেল মিয়া ও পরিবারের লোকজন মিলে ইফতারের আগ মুহূর্তে হরমুজ আলীর বাড়িতে গিয়ে তাকে বেধড়ক পেটায়। রাতেই তাকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হরমুজ আলী ঢাকাটাইমসকে বলেন, হামলাকারীরা হাসপাতালে এসেও তাকে বিভিন্ন হুমকি দিয়ে গেছে।

তবে হরমুজের এই অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সোহেল মিয়া পাল্টা অভিযোগে বলেন, এই ইমামের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে ইমামের লোকজনই রবিবার বিকালে তাদের বাড়ি-ঘরে অতর্কিত হামলা ও ভাঙচুর করে।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৫জুন/প্রতিনিধি/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

সরাইলে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

এই বিভাগের সব খবর

শিরোনাম :