জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১৮:২৮
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বুধবার বিকাল সাড়ে পাঁচটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি একটি। এটির মাধ্যমে সারাদেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকগুলো ফুটিয়ে তোলা হয়ে থাকে। তাই যারা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা করে বা করবে তাদের বিভিন্ন দিক লক্ষ রেখে সাংবাদিকতা করতে হবে।’

ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। বিভিন্ন প্রতিকূলতার কারণে নতুন কমিটির জন্য নির্বাচন দেয়া সম্ভব হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ঈদের পরই প্রশাসনের হস্তক্ষেপে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া হবে।’

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন পত্রিকার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

(ঢাকাটাইমস/০৭জুন/আইএইচ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা