ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ইফতার মাহফিল
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ঢাকাস্থ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহের ডাক্তার ও কনসালটেন্টদের সম্মানে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ইমদাদুল হক। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নজিবর রহমানসহ ঢাকাস্থ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহের ডাক্তার, কনসালটেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১২জুন/জেবি)