মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০১৭, ১০:৩৪
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও সেনাবাহিনীর (অব.) ওয়ারেন্ট অফিসার মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) মুঠোফোন থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ৩ জুন ভোরে ঢাকার ধলপুর এলাকায় জাহাঙ্গীর আলমকে হত্যা করে দুর্বৃত্তরা।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউপির মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে ভুয়া মুক্তিযোদ্ধাদের হামলার শিকার হন তিনি। পরে একাধিকবার ওই মুক্তিযোদ্ধাকে হুমকিও দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম থাকতেন ধলপুর কমিউনিটি সেন্টারের পাশে ৫৯/৩ নম্বর বাড়িতে। ঘটনার দিন ভোর সাড়ে চারটার দিকে গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে যাওয়ার জন্য রিকশায় করে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি।পথে ধলপুরের ব্রাহ্মণ-কিরণ এলাকায় পৌঁছলে রিকশা থামিয়ে চার থেকে পাঁচজন সন্ত্রাসী ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর আলমের ঘাড়, বুক ও হাতে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা একটি ব্রিফকেস ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্রিফকেসের মধ্যে আসল ও নকল মুক্তিযোদ্ধাদের তালিকা ছিল। সন্ত্রাসীরা তার পকেট থেকে কোনও টাকা পয়সা ও মোবাইল ফোন নেয়নি।

(ঢাকাটাইমস/১৪জুন/এএ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার দুই সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়ে ইশরাকের হুঁশিয়ারি
জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২
যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ ফ্ল্যাট-বাড়ির সন্ধান পেয়েছে দুদক
সংবাদপত্রে ঈদের ছুটি তিন দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা