রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন সিনেটে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ২০:৪৫| আপডেট : ১৫ জুন ২০১৭, ২২:৪৯
অ- অ+

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বিলের পক্ষে ক্ষমতাসীন রিপাবলিক ও বিরোধী ডেমোক্র্যাট দলের প্রায় সবাই ভোট দিয়েছেন।

গতকাল বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয় এবং বিলের পক্ষে ভোট পড়েছে ৭২টি আর বিপক্ষে পড়েছে মাত্র দুটি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যখন তদন্ত চলছে তখন সিনেটে এ বিল পাস হলো।ওই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিলেন।

এ বিল যাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল না করতে পারেন সেজন্য এতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা রাখা হয়েছে।ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

নির্বাচনে হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে রাশিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পও এসব অভিযোগ নাকচ করে আসছেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৫জুন/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা