ঈদের আগে বেতন ও বোনাসের দাবিতে সমাবেশ
ঈদের আগে জুন মাসের পূর্ণ বেতন ও বোনাসের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। শুক্রবার বিকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ হয়।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, আবুল বাশার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, মো. শাহীন, গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক অঞ্জন দাস ও যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম জানান, প্রতি বছর ঈদ আসলে গার্মেন্টসগুলোতে বেতন-বোনাস নিয়ে মালিকদের টালবাহানার কারণে শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ তৈরি হয়।
দেখা যায়, ঈদের একদিন আগে বেতন-বোনাস দেয়া হয়। কোথাও হাফ বোনাস দেয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে নামমাত্র বকশিষ দেয়া হয়। সরকারি প্রতিষ্ঠানগুলোতে পূর্ণ বোনাস দেয়া হলেও গার্মেন্টসগুলোতে তা দেয়া হয় না। ২০ রোজার মধ্যে বেতনভাতা দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এতে শেষ মুহূর্তে বেতন-বোনাস নিয়ে সংকট তৈরি হয়। তিনি শ্রমিকদের পূর্ণ বোনাস দাবি জানিয়ে জুন মাসের বেতন দেয়ার দাবি জানান।
তিনি বলেন, এ সময়কালে সব ধরনের চালের দাম গড়ে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। ডাল, চিনি, লবনসহ অন্যান্য নিত্য পণ্যের দাম বেড়েছে। সরকার দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকার গ্যাসের মূল্য দুই দফায় ৫০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করেছে। গ্যাসের দাম বাড়ার কারণে বাড়িভাড়া, গাড়িভাড়া বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে।
এরই সাথে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকের মজুরি বৃদ্ধিরও দাবি করেন।
(ঢাকাটাইমস/১৬জুন/প্রতিনিধি/এলএ)