শপিংমলে শৌচাগারে বিস্ফোরণ, তিন নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১০:৫৯
অ- অ+

কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি শপিংমলে নারীদের শৌচাগারে বোমা বিস্ফোরণে তিন নারীর মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শহরের দক্ষিণাংশের আন্দিনো মলে নারীদের টয়লেটে বিস্ফোরিত বোমাটিতে আরো ১১ জন আহত হয়েছে। ‘বাবা দিবস’ এর আগের দিন হওয়ায় শপিংমলটিতে জনসমাগম বেশি ছিল। এর মধ্যেই বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বোগোটার মেয়র এনরিক পেনালোসা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী একজন ফরাসী নাগরিক আছেন। তিনি শহরের একটি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর দুই জনের বয়স ২৭ ও ৩১ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু তাদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে একে ‘অত্যন্ত কাপুরুষোচিত কাজ’ বলে নিন্দা জানিয়েছেন মেয়র পেনালোসা।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। কারা হামলাটি চালিয়ে থাকতে পারে সে বিষয়েও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৮জুন/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা