ডিমলায় বজ্রপাতে আহত ১৪
নীলফামারী ডিমলায় ররিবার দুপুরে বজ্রপাতে ১৪ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও পুত্র রয়েছে।
দুপুরে বৃষ্টি পাশাপাশি ব্যাপক বজ্রপাত হলে বসত বাড়ির থাকার পরও অনেকে আহত হন।
ডিমলা হাসপাতাল সূত্রে জানা যায়, বিকাল ৪টা পর থেকে বিভিন্ন গ্রাম থেকে বজ্রপাতে আহত রোগীরা আসতে শুরু করেন। আহতের মধ্যে রয়েছেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আম্বু মামুদ, স্ত্রী বিউটি আক্তার, পুত্র আজাদ। অপরদিকে উত্তর তিতপাড়া গ্রামের ফজলুর কন্যা সাহিদা, দক্ষিণ সুন্দরখাতা গ্রামের মজনু স্ত্রী সুফিয়া, আব্দুল হামিদের স্ত্রী রিপা বেগম, গোলাম মোস্তফার পুত্র রাকিব, বাবুরহাট গ্রামের মমিনুর রহমানের পুত্র আলিব, বিদ্যা রায়ের পুত্র উদাল, হর গোপালের পুত্র বাবুল চন্দ্র রায়, দুলাল ইসলামের স্ত্রী মজিদা বেগম, সরদারহাট গ্রামের আব্দুর সাত্তারে কন্যা মৌসুমী, রমজান আলীর স্ত্রী আর্জিনা বেগম, সুন্দরখাতা গ্রামের মানিকের স্ত্রী মৌসুমী।
ডিমলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমতা বেগম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ১৪ জনের মধ্যে পাঁচজন আশংকাজনক রয়েছে।
(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এলএ)