ঢাকায় ফিরতে ঝুঁকি নিয়ে ট্রলারেও উত্তাল পদ্মা-যমুনা পাড়ি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০১৭, ১৬:৪৭

দৌলতদিয়া ঘাটে শনিবারও রয়েছে ঢাকামুখী মানুষের ঢল। ঈদের আগে গ্রামে ফিরে আসা নারী-পুরুষেরা জীবিকার তাগিদে আবারও ফিরছেন রাজধানী ঢাকায়। যত আগে গিয়ে কর্মস্থলে যোগদান করা যায় এ আশায় লঞ্চের ভিড় এড়াতে অনেকে ট্রলারে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা-যমুনা পাড়ি দিচ্ছেন।

গত দুই দিনের মত শনিবার সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রীদের উপচেপড়া ভিড় চোখে পড়ে।

বিআইডব্লিউিটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, হাজার হাজার বাস ও কয়েক লাখ সাধারণ যাত্রী পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৯টি ছোট বড় ফেরি ও ২৮টি লঞ্চ চলাচল করছে।

এদিকে লঞ্চঘাটে যাত্রী নিরাপত্তায় কাজ করতে দেখা গেছে পুলিশ, র‌্যাব, ব্যাটালিয়ান পুলিশ, আনসার, রোভার সদস্যদের।

দৌলতদিয়া লঞ্চ ঘাট সুপারভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ও কাজীরহাট-আরিচা নৌরুটে ঈদ ফেরত সাধারণ যাত্রী পারাপারে চলছে ৩৩টি লঞ্চ। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলছে প্রায় ২৮টি লঞ্চ। আর লঞ্চে পারপারে নারী, শিশু ও প্রতিবন্ধী মানুষদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। কোনো প্রকারের অতিরিক্ত যাত্রী বহন বা অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না।

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস জানান, দৌলতদিয়া ঘাটে যাত্রীদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়োজিত রয়েছে। সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা পুলিশ। কোনো প্রকার ভোগান্তি ছাড়া মানুষ ঢাকায় ফিরছে।

এছাড়া লঞ্চে যাত্রীদের উঠা নামায় সহযোগিতা করছে রোভার দল।

রোভার দলের সিনিয়র রোভার মেট প্রতিনিধি গোলাম রব্বানী জানান, তারা ২ শিফটে ২০ জন রোভার সদস্য লঞ্চ ঘাটে যাত্রী সেবায় কাজ করছেন।

(ঢাকাটাইমস/১জুলাই/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :