কৃষক বিজ্ঞানী হরিপদ কাপালীকে স্মরণ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০১৭, ১০:৩৩
অ- অ+

গ্রামের সাধারণ কৃষক বিজ্ঞানী হরিপদ কাপালী নতুন জাতের ধান উদ্ভাবন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশকে সাহায্য করেছেন।তার উদ্ভাবিত ‘হরির ধান’ পরবর্তীকালে ‘হরিধান’ নামে পরিচিতি লাভ করে। গত ৬ জুলাই তিনি মারা যান। তাকে স্মরণ করার জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) গতকাল ১২ জুলাই রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে কৃষক বিজ্ঞানী স্যার হরিপদ কাপালীর স্মরণে এক সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন দেশের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ড. রেজাউর রহমান।

হরিধানের সঙ্গে অন্যান্য ধানের পার্থক্য নিরুপনে নেতৃত্ব দানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ সেই গবেষণার কথা স্মারণ করে বলেন, একজন বিজ্ঞানী যেভাবে একটি নতুন কিছু এই সভ্যতাকে দিয়ে যান সেভাবে হরিপদ কাপালীও আমাদের নতুন একটি ধান দিয়ে গেছেন। শুধু তাই নয় তিনি কেবল নতুন ধানই খুঁজে সেটা সংরক্ষণ করেননি বরং একই সঙ্গে তা তার প্রতিবেশী অন্যান্য কৃষকদের মধ্যে বিতরণও করেছেন। যা অনন্য ‘

সভায় জেবা ইসলাম সেরাজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএচডি গবেষক সাবরিনা মরিয়ম ইলিয়াস হরি ধানের সঙ্গে সে সময়কার অন্যান্য ধানের জিনগত ও আচরণগত পার্থক্য তুলে ধরেন।

তাদের বক্তব্যে জানা যায় মাঠে মাঠে ধান বদলে যাওয়ার ব্যাপারটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে। হরিপদ কাপালীর মতো কৃষক-বিজ্ঞানীদের হাত ধরে সেগুরো আলাদা জাত হিসাবে চিহ্নিত ও সংরক্ষিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘হরিধান আমাদের মনে করিয়ে দিয়েছে আমাদের কৃষককুলের ঐতিহ্যের কথা। হাজার জাতের ধানের সৃষ্টি আমাদের এই কৃষকদের হাতে। এখন আমাদের দরকার হরিপদ কাপালীদের সঙ্গে ল্যাবরেটরির বিজ্ঞানীদের মিলন ঘটিয়ে দেওয়ার।

আগামী দিনে বাঙালি আরো এমন অনেক গুণী কৃষক-বিজ্ঞানী পাবে এবং তাদের জ্ঞানের সাথে আধুনিক প্রযুক্তির মিশেলে বাংলাদেশের খাদ্যভাণ্ডার আরো সমৃদ্ধ হবে সেই আশাবাদ ব্যক্ত করেন ড. রেজাউর রহমান।

স্মরণসভার শুরুতে হরিপদ কাপালীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি রাষ্ট্রকাঠামো পরিবর্তনের বিষয়ে সচেতনভাবে এগুচ্ছে: মির্জা ফখরুল 
জনগণের জন্যই নতুন সংবিধান তৈরি করা হবে: নাহিদ ইসলাম
ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
গুলশানে চাঁদাবাজি: আটক চারজনকে ১০ দিনের রিমান্ডের আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা