সাগরপাড়ে ‘বুড়োদের’ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৯:৫৮ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৭, ০৯:৫৩
বার্সাকে নেইমারের উপহার

নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি কক্সবাজার। সাগরপাড়ের নয়নাভিরাম দৃশ্য যে কারো মন ভরাতে পারে। প্রকৃতির নিজ হাতে গড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাড়েই শেখ কামাল স্টেডিয়াম। ক’দিন পর এখানেই বসবে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর। যে মঞ্চ মাতাবেন ‘বুড়োরা’।

‘বুড়োদের’ দলে থাকবেন নাইমুর রহমান দুর্জয়, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ রফিক, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হাসান শান্তদের মত আরও অনেক সাবেক ক্রিকেটার। যাদের নিয়ে ২৬ থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।

আসরে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলবেন সাবেকরা। দলগুলোর নাম এমন-ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স, একমি রাজশাহী, টাইটান খুলনা, বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন, এক্সপো অল স্টারস, ও ঢাকা মেট্রো মাস্টার্স। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ১৮ ওভারে। ফাইনালের হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ছয় দলের অধিনায়ক যথাক্রমে ঢাকা মেট্রোর খালেদ মাহমুদ সুজন। বসুন্ধরা গ্রুপ ঢাকার নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে। একমি রাজশাহীর নেতৃত্বে থাকবেন খালেদ মাসুদ পাইলট। খুলনার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। হাসিবুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এক্সপো অল স্টারস আর ইস্পাহানি চিটাগং মাস্টার্সে মিনহাজুল আবেদীন নান্নু বা আকরাম খানের যে কোনো একজন দলকে নেতৃত্ব দেবেন।

এদিকে ২৯ জুলাই কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে আকরাম-নান্নুদের মুখোমুখি হবেন মাশরাফীরা। একদিকে হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং মোহাম্মদ রফিকের মত সাবেক ক্রিকেটাররা মাঠ মাতাবেন। অপরদিকে বর্তমান জাতীয় দলের তারকাদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ আরও কয়েকজন খেলবেন ‘বুড়ো’ একাদশের বিপক্ষে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা: হাথুরু

বাংলাদেশি পেসারকে নিজেদের দলে নিতে চান ভারতীয় অধিনায়ক

বিশ্বকাপের ফটোসেশন সারলেন শান্ত-সাকিবরা

বিকালে শান্ত-সাকিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

এই বিভাগের সব খবর

শিরোনাম :