নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন ফখরুল

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৭:১২

সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে বিএনপি নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পুরনো যারা আছেন তারা সদস্যপদ নবায়ন করবেন, আবার নতুনরা দলে যুক্ত হবেন। প্রতিটি গ্রামে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে বিএনপিকে শক্তিশালী করতে। ’

বুধবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে এক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বিএনপি নেতা।

ফখরুল বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি। যারা জানাচ্ছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন তারা চায় না। এদেশে মানুষ একতরফা নির্বাচন মেনে নেবে না। গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি গণতন্ত্রের অধিকারের জন্য লড়ছে। আমাদের বিজয় আনতে হবে।’

‘ঐক্যের কোন বিকল্প নেই’ মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ‘শক্তিশালী নেতৃত্বের কোন বিকল্প নেই। লড়াই করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আগাতে হবে।

‘নেতৃত্বে প্রতিযোগিতা থাকবেই, তবে এমন কোন কাজ করবেন না যাতে দল ক্ষতিগ্রস্ত হয়। এতে আপনাদেরই ভাবমূর্তি নষ্ট হবে। আমাদের নিজেদের মধ্যে যাতে বিতর্ক সৃষ্টি না হয় সে কথা মাথায় রাখতে হবে।’

সহায়ক সরকার ও নিরপেক্ষ নিবৃাচন কমিশনের আওয়াতায় নির্বাচন হবে জানিয়ে ফখরুল বলেন, ‘এর বাইরে মানুষ কোন কিছু মেনে নেবে না। আপনারা র‌্যাব, পুলিশ দিয়ে আমাদের প্রতিহত করে কেন্দ্র থেকে বের করে দেবেন, তা মেনে নেয়া হবে না। প্রত্যেকটি ভোট কেন্দ্রে শক্তিশালী সংগঠন করে তুলতে হবে।’

তরুণদেরকে মির্জা ফখরুল, ‘প্রতি মুহূর্তে আমরা আমাদের তরুণদের হারাচ্ছি, জেলে যেতে হচ্ছে তাদের। আমরা কেন্দ্র থেকে বরিশালে এসেছি এ আন্দোলন সফল করতে, এ অভিযানকে সফল করতে। আগে রাজনীতি বুঝতে হবে। কেন আমরা রাজনীতি করি সেটার জ্ঞান নিতে হবে।’

‘আপনার ব্যক্তি প্রচারণা করে দলের ক্ষতি করবেন না, দলের প্রচারণা করুন। সামনে নির্বাচন আসছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ অনেক চাল খাটাচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা যে সংবিধান করেছে, সে সংবিধান জনগণের স্বার্থে নয়।’

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৬জুলাই/টিটি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :