উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৭, ১৯:৫০

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সাইবার জালিয়াতির শিকার হওয়ার পর সব ব্যাংকই তাদের নিরাপত্তাব্যবস্থা আধুনিকায়ন করছে। অনলাইন ব্যাংকিং সেবার পাশাপাশি এই ক্ষেত্রে অপরাধ প্রতিরোধেও নানান ব্যবস্থা নেয়া হচ্ছে। একই রকম কর্মকাণ্ডে আছে নিরাপত্তায় নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

গতকাল ঢাকায় ব্র্যাক ব্যাংক লার্নিং সেন্টারে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্টদের জন্য ‘সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা ও আর্থিক অপরাধ’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে তারা।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালক (প্রশিক্ষণ) জনাব মাসুদ করিম, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আর. এফ. হোসেন এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথমবারের মত ব্র্যাক ব্যাংক উর্ধ্বতন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ কর্মকর্তাবৃন্দ মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধ, ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে জালিয়াতি, সাইবার নিরাপত্তা ও ব্যাংকিংয়ে এর প্রভাব সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন, যা তাদের আর্থিক অপরাধসমূহের তদন্তের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। ব্র্যাক ব্যাংক আর্থিক অপরাধ তদন্তে সবসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা প্রদান করে।

ঢাকাটাইমস/২৬জুলাই/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :