নৌকায় বসে নদী আঁকল প্রতিবন্ধী শিশুরা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৪ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩

পিরোজপুরের কাউখালীতে ভাসমান নৌকায় ১৫ জন শিশু ‘আমার স্বপ্নের নদী’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। সুবিধাবঞ্চিত এই শিশুদের নিয়ে উপজেলার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু এই প্রতিযোগিতার আয়োজন করেন।

কাঙ্ক্ষিত নদী কেমন হওয়া উচিত, তা রং-তুলিতে ফুটিয়ে তোলে ক্ষুদে আঁকিয়েরা। উপজেলার সন্ধ্যা নদীতে জেগে ওঠা চরে আবাসনে বসবাসরত এসব শিশুকে নিয়ে শনিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই শিশুদের বসবাস উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের আমরাজুড়ী আবাসনে। আবাসনে বসবাসরত চার বাকপ্রতিবন্ধীর মা মনজিলা ভাসমান নৌকায় সমবেত শিশুদের হাতে কাগজ ও রং পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বাকপ্রতিবন্ধী সারমিন, দ্বিতীয় স্থান অধিকারী শারীরিক প্রতিবন্ধী আসমা, তৃতীয় স্থান অধিকারী বাকপ্রতিবন্ধী জাহিদকে পুরস্কার দেয়া হয়।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি সবাইকে শিক্ষা উপকরণ, ছড়ার বই সান্তনা পুরস্কার দেয়া হয়।

এসময় শিশুরা হৈ-হুল্লোর করে সময় পার করে। শিশুরা তাদের ছড়ার বই উচিয়ে ধরে আনন্দ উল্লাস করে।

প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আ. লতিফ খসরু বলেন, শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য আমার এই উদ্যোগ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :