‘আয়কর দেয়াও ইমানি দায়িত্ব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৭, ২২:০৫

দেশপ্রেম যেমন ইমানি দায়িত্ব তেমনি কর দেয়াও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার ঢাকা সেনানিবাসের মালঞ্চ অডিটোরিয়ামে কর অঞ্চল-৯, ঢাকা আয়োজিত দুই দিনব্যাপী ‘আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সামরিক বাহিনীর কর্মকর্তারা অত্যন্ত সুশৃঙ্খল। তারা দেশসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশসেবা যেমন ঈমানি দায়িত্ব তেমনি কর দেয়াও ইমানি দায়িত্ব। কর দিয়ে দেশের উন্নয়ন সাধিত হয়।’

নজিবুর রহমান বলেন, ‘আয়কর সংগ্রহে সামরিক বাহিনীর সদস্যদের ভূমিকা কম নয়। রাজস্ব উন্নয়নের অক্সিজেন। সবার দেয়া রাজস্বে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পসহ অন্যান্য বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এনবিআর সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে।’ তিনি বলেন, ‘রাজস্ব আহরণে এনবিআর সবধরনের করসেবা সম্প্রসারণ নাগরিকদের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর উজ্জল উদাহরণ আজকে সামরিক বাহিনীর সদস্যদের জন্য এ আয়কর ক্যাম্প।’ এসময় তিনি সবধরনের রাজস্ব আহরণে সামরিক বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কর অঞ্চল-৯ এর কমিশনার আতিয়ান নাহার বলেন, কর অঞ্চল-৯ এর মোট রাজস্বের ৩৬ ভাগ যোগান দেয় সামরিক বাহিনী। বিশেষ করে তিন বাহিনীর কর্মকর্তারা। সেজন্য সামরিক বাহিনী কর অঞ্চল-৯ এর গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। আমরা সবসময় কর সেবা তাদের দোরগৌড়ায় পৌঁছে দিতে চাই। এনবিআরের নতুন উদ্ভাবন ট্যাক্স ক্যাম্পের মাধ্যমে উদ্ধুদ্ধ করতে আজকের আয়োজন। রাজস্ব প্রদানে সামরিক বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল এস এম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। আয়কর ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অতিথি অতিথিদের নিয়ে ক্যাম্প ঘুরে দেখেন।

মালঞ্চ অডিটোরিয়ামে তিন বাহিনীর কর্মকর্তাদের জন্য আয়োজিত আয়কর ক্যাম্পে এক ছাদের নিচে আয়কর মেলার মতো সবধরনের করসেবা প্রদান করা হচ্ছে। আয়কর ক্যাম্পে পৃথক বুথ থেকে আয়কর রিটার্ন গ্রহণ, আয়কর রিটার্ন সংক্রান্ত পরামর্শ প্রদান, ই-টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, অনলাইনে রিটার্ন ফাইলিং এর ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান এবং আয়কর সনদপত্র প্রদান করা হচ্ছে। এছাড়া আয়কর জমার জন্য ব্যাংক বুথ, মেডিকেল ক্যাম্প রয়েছে। দুই দিনব্যাপী আয়কর ক্যাম্পের আজ প্রথম দিন। তিন বাহিনীর বিপুলসংখ্যক কর্মকর্তা রিটার্ন পূরণ, রিটার্ন দাখিল, ই-টিআইএন নেয়াসহ করসেবা নিতে ব্যাপক ভিড় করেছেন। ক্যাম্প সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে।

করসেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং নতুন করদাতা খুঁজে বের করতে চলতি বছর সারাদেশে আয়কর ক্যাম্প করার নির্দেশ দেয় এনবিআর। আয়কর ক্যাম্প এনবিআরের নতুন উদ্ভাবন। যেখানে করদাতারা এক ছাদের নিচে করসেবা পেয়ে থাকে।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

কার্ডহোল্ডারদের জন্য গ্রীনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক 

অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর 

ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. ফয়েজ আলম

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩’ পেল ওয়ালটন

আগামী অর্থবছরের বাজেটের আকার কমানোর পরামর্শ আইএমএফের

তাপপ্রবাহ: ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

রংপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :