মাধবপুরে আ.লীগের প্রতিবাদ সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৭, ১৮:২৬

হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য অ্যাড. মাহবুব আলীর বিরুদ্ধে সম্প্রতি সাতছড়িতে অনুষ্ঠিতব্য সভার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাতছড়ি সভাকে মাধবপুর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সহযোগী সংগঠনের নেতারা ষড়যন্ত্রমূলক, গঠনতন্ত্র বিরোধী, বঙ্গবন্ধুর আদর্শের চেতনার পরিপন্থী হিসেবে উল্লেখ করে প্রতিবাদ সভা করে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার সকালে মাধবপুরে স্থানীয় একটি হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামেশ রঞ্জন করের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি রহম আলী, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি বেনু রঞ্জন রায়, চেয়ারম্যান আরিফুর রহমান, চেয়ারম্যান শহিদ উদ্দিন আহম্মেদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল আউয়াল লিটন, রফিকুল ইসলাম, অধ্যক্ষ মোহন মিয়া, মনু মিয়া, ফারুক আহম্মেদ পারুল, শ্যামল দেব, তাহের লস্কর, শিক্ষক মাহমুদ হোসেন, আজহার ভূইয়া, দিপক রায়, উপজেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি হাজী তাহের, সহসভাপতি শংকর পাল সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনু মোহাম্মদ সুমন, সড়ক পরিবহন শ্রমিকলীগ সভাপতি আনোয়ার হোসেন গোল্ডেন, সেক্রেটারি ফজর আলী, যুবলীগ নেতা কামাল হোসেন জিতু, কৃষকলীগ সহসভাপতি বিল্লাল চকদার, আব্দুল সালাম খান, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।

এর আগে সকালে স্থানীয় হোটেলে বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাক্ষাত করেন।

এ সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জ্যৈষ্ঠ নেতা ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মাহবুব আলী, সিনিয়র আইনজীবি নুরুল ইসলাম সুজন এমপি, সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক এমএম আমিন উদ্দিন, সিনিয়র আইনজীবী আজহার উল্লা ভূঁইয়া, সিনিয়র আইনজীবী এম আবুল হোসেন, আইনজীবী শেখ মো. মাজু মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :