গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন ফরিদপুরের নতুন এসপি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৬:১৭ | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৮, ১৪:৫৬

ফরিদপুরের নতুন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান স্থানীয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা হয়।

সভায় পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, জেলা পুলিশ স্বচ্ছতা, মাদক ও জঙ্গিবিরোধী কাজ করতে চায়। এ ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই।

তিনি বলেন, ফরিদপুরকে মাদকমুক্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহায়তা দরকার।

নতুন এই পুলিশ সুপার বলেন, ফরিদপুরের জেলা পুলিশ শৃঙ্খলার সাথে কাজ করবে। এর ব্যাপ্তয় হলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। কেউ শৃঙ্খলার বাইরে নয় বলে সাফ জানিয়ে দেন তিনি।

সভায় আরো বক্তব্য দেন- ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাংবাদিক মো. শাহজাহান, আব্দুল মতিন ফকির, পান্না বালা, সঞ্জিব দাস, রেজাউল করিম বিপুল, মফিজুর রহমান শিপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিকুর রহমান, সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন, আনিসুজ্জামান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক।

(ঢাকাটাইমস/৪মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :