আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১২:১২ | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ১২:০১

গত শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যে বড় জয় পেয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। এমন জয়ের পর পশ্চিমবঙ্গেও তাদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বিজেপির কেন্দ্রীয় নেতারা। ত্রিপুরা বিজয়ের পর বিজেপির স্লোগান- ‘এ বার বাংলা, পারলে সামলা'।

বিজেপির এমন হুঙ্কারের বিপরীতে পাল্টা হুঙ্কার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই মমতা তাদের হুঙ্কারের বিপরীতে পাল্টা হুঙ্কার ছেড়ে বলেন, ‘আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা।’

গতকাল এক সমাবেশে বিজেপির উদ্দেশ্যে মমতা বলেন, ‘ওদের টার্গেট নাকি বাংলা! আর বাংলা বলে, আমাদের টার্গেট দিল্লির লালকেল্লা। চলো, দিল্লি চলো। চলো, লালকেল্লা চলো।’

মমতা বলেন, ‘আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্লোগানে বিশ্বাস করি। তাই আগামী দিনে বাংলা দেশ জয় করবে। তার বদলে বাংলা নিজে কিছু নেবে না। সবার পাশে দাঁড়াবে। সবাইকে নিয়ে লড়াই করবে। সবাইকে নিয়ে দেখাবে, বাংলা যা পারে, আর কেউ পারে না।’

কিছুদিন থেকে বিজেপি রুখতে ‘আঞ্চলিক জোট’ গঠনের আভাস পাওয়া যাচ্ছে ভারতীয় রাজনীতিতে। আর এ জোটে মৌখিক সম্মতি রয়েছে আঞ্চলিক প্রভাবশালী দলগুলোর।

ঢাকাটাইমস/৬মার্চ/একে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :