মুশফিকের নাগিন ড্যান্সে বিখ্যাত অপু

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ০৯:০০

নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় পায় টাইগাররা। ক্রিকেটপ্রেমীদের বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের এই জয়। আর এর চেয়েও বেশি আলোচনায় ম্যাচ জয়ী ইনিংসের পর মুশফিকুর রহিমের 'নাগিন ‌ড্যান্স' এর উদযাপন। আর এ উদযাপনে মুশফিকের পাশাপাশি রীতিমত বিখ্যাত হয়ে গেছেন নাগিন ড্যান্সের কারীগর তরুণ বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

ম্যাচ জয়ের পর থেকেই দেশি-বিদেশি সাংবাদিকরা খুঁজছিলেন মুশফিককে। কিন্তু ম্যাচের পর সংবাদ সম্মেলন বা গতকাল অনুশীলনের পরও সাংবাদিকদের সামনে আসেননি মুশফিক। তবে অনেক অপেক্ষার পর গতকাল বিকেলের দিকে হোটেলের নিচে তার দেখা পাওয়া গেল।

তখনই ভারতীয় এক সাংবাদিক মুশফিকের কাছে ঐ উদযাপন সম্পর্কে জানতে চান। তখন তিনি বলেন, 'নাচটা আসলে আমাদের অপুর। ওর উদ্‌যাপনটাই আমি করেছি'।

অপু কে? জানতে চাইলে মুশফিক বলেন, অপু বলতে নাজমুল ইসলাম, বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি স্পিনার।

তখনই তামিম আর সৌম্যের সঙ্গে মুশফিকের পাশ দিয়ে যাচ্ছিলেন অপু। মুশফিক অপুকে ডেকে ঐ সাংবাদিকের সাথে পরিচয় করিয়ে দেন। এসময় অপুর অটোগ্রাফও নেন ভারতীয় সাংবাদিক।

এছাড়াও মুশফিকের উদযাপনের পর কেন এমন উদযাপন? এমন প্রশ্নের উত্তরেই অপুর কথা এসেছে। তামিম, লিটন দাস সহ প্রত্যেকেই অপুর এই উদযাপনের কথা বলেছেন।

উল্লেখ্য, মুশফিকের এমন ড্যান্স প্রথমবার দেখা গেলেও ঘরোয়া লিগে এই উদযাপন শুরু করেন নাজমুল অপু। আর বাংলাদেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে টাইগারদের এমন উদযাপন করতে দেখা যায়।

(ঢাকাটাইমস/১২মার্চ/একে/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এই বিভাগের সব খবর

শিরোনাম :