নেপালে ঘুরে দেখা হলো না ছাত্রলীগ নেতা আলিফের

খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৮, ২১:১৩

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের ৫নং প্যাসেঞ্জার ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের নেতা আলিফুজ্জামান। তিনি একাধারে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে আলিফ।

এদিকে আলিফের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়ি শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠেছে।

আলিফ নেপালে বেড়াতে যাচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু ঢাকাটাইমসকে বলেন, খুব ভালো মানুষ ছিল আলিফ। হাসি খুশি থাকত সব সময়। তার অকাল মৃত্যুকে মেনে নিতে কষ্ট হচ্ছে।

প্রসঙ্গত, ঢাকা থেকে নেপালের উদ্দেশে সোমবার দুপুরে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই বিমানে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন ছিলেন যাত্রী, চারজন ক্রু ছিলেন।

যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :