কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে আগুন

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রনে আনতে তাদের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় পরিচালক দেবাশীষ বর্ধণ ঢাকাটাইমসকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বিকালে টিনসেট ওই মার্কেটে হঠাৎই গ্যাসের লাইন অথবা সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বেশ কয়েকটি ঘর পুড়েছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন আমাদের নিয়ন্ত্রণে। বেশি ইউনিট দ্রুত পৌছানোর কারণে বড় ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছে, যেখানে আগুনে লেগেছে সেটা কারওয়ান বাজারের শ্রমিকদের একটি মেস ছিল। রান্না করার সময় হঠাৎ গ্যাসের আগুন থেকে ঘরে আগুন ধরে যায়। এসময় বেশ কয়েকজন ঘুমিয়ে ছিল। তবে আগুনে তাদের কারও ক্ষয়-ক্ষতি হয়নি। আশপাশের দোকানের বস্তায় থাকা কিছু মালামাল পুড়েছে।
ঢাকাটাইমস/১১জুলাই/এসএস/ডিএম
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

মালামাল পরিবহনের আড়ালে ফেনসিডিল সরবরাহ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

ধর্ষণের অভিযোগে বেতারের বাদ্যযন্ত্র বাদক গ্রেপ্তার

স্থানান্তরিত অধিকাংশ রোগী ফিরেছে সোহরাওয়ার্দীতে

‘শিক্ষকদের চিন্তার বন্ধ্যাত্ব দূর করতে হবে’

তিন ধাপে দেড় হাজার স্থাপনা উচ্ছেদ

পাঁচ ঘণ্টা পর চালু সোহরাওয়ার্দী হাসপাতাল

সোহরাওয়ার্দীতে আগুন: শিশু নিহত

সোহরাওয়ার্দী হাসপাতাল বন্ধ, সরানো হচ্ছে রোগীদের
