কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৮, ১৭:৫৮
অ- অ+

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। গ্যাসের সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রনে আনতে তাদের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় পরিচালক দেবাশীষ বর্ধণ ঢাকাটাইমসকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বিকালে টিনসেট ওই মার্কেটে হঠাৎই গ্যাসের লাইন অথবা সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বেশ কয়েকটি ঘর পুড়েছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন আমাদের নিয়ন্ত্রণে। বেশি ইউনিট দ্রুত পৌছানোর কারণে বড় ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়েছে।’

এদিকে স্থানীয়রা জানিয়েছে, যেখানে আগুনে লেগেছে সেটা কারওয়ান বাজারের শ্রমিকদের একটি মেস ছিল। রান্না করার সময় হঠাৎ গ্যাসের আগুন থেকে ঘরে আগুন ধরে যায়। এসময় বেশ কয়েকজন ঘুমিয়ে ছিল। তবে আগুনে তাদের কারও ক্ষয়-ক্ষতি হয়নি। আশপাশের দোকানের বস্তায় থাকা কিছু মালামাল পুড়েছে।

ঢাকাটাইমস/১১জুলাই/এসএস/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা