রাজশাহী হামলার অডিও রেকর্ড বানোয়াট: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৬:৪৫ | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৮, ১৬:২২

রাজশাহীতে বিএনপির সমাবেশে বোমা হামলা নিয়ে দলের দুই নেতার মধ্যে মোবাইলে কথোপকথনের যে রেকর্ড প্রকাশ হয়েছে, তাকে বানোয়াট দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এই ধরনের কথোপকথন বানানো আজকাল কোনো ব্যাপার না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন বিএনপি নেতা। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনও এখন তৈরি করা সম্ভব।

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণকে সামনে রেখে জোর প্রচার চলছে। এর মধ্যে গত ১৭ জুলাই রাজশাহীতে বিএনপির পথসভায় বোমা হামলা হয়। বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করলে পরে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর মধ্যে টেলিফোনালাপ প্রকাশে ঘটনার মোড় ঘুরে যায়।

ওই রেকর্ড অনুযাযী মন্টু টিপুকে জানান, ভাইয়ার (তারেক রহমান) কাছে ক্রেডিট নিতে তারা নিজেরা এই কাজ করেছেন। এরই মধ্যে মন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে আর তিনি দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে রাজশাহীর পুলিশ কমিশনার।

সোমবার রাতে দলের নির্বাহী কমিটির বৈঠকে এই কথোপকথন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, ‘তিন সিটিতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চলছিল। হঠাৎ রাজশাহীতে বিএনপির মিছিলে ককটেল ফুটল। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে সাথে নির্দেশ দিলাম এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য।’

‘কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল, তাদের (বিএনপি) নিজেদের ভাষায় বেরিয়ে এলো, এটা তারা নিজেরাই করেছে শুধুমাত্র আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমরা নাকি জনগণের কাছে গিয়ে ব্যর্থ হয়ে ব্লেম গেম করছি। বলার উদ্দেশ্যটা হচ্ছে একটা অডিও বেরিয়েছে আমাদের দুই নেতার মধ্যে কথোপকথন। যার উপর ভিত্তি করে আমাদের রাজশাহী জেলার সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে।’

‘আজ কালকার প্রযুক্তির যুগটা আমরা এতো ভালো করে বুঝি, মানুষ এতো ভালো বুঝে যে আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপনও তৈরি করে দেওয়া যায়। কোনও কঠিন কাজ না। আপনারা নিজেরাই দেখতে পারেন কার কতো রকম ছবি বের হয়, এর ঘাড়ে ওর মাথা। এটাই করেছেন আপনারা।’

‘সোজা হিসাব, আমার দলের একটি মিটিং করছি এর মধ্যে কি আমার দলের কেউ বোমা মারবে?’-প্রধানমন্ত্রীকে প্রশ্ন রাখেন ফখরুল।

‘ব্লেম গেম’ বিএনপিকে উদ্দেশ্য করে খেলে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘আমরা যে কোনো সময় সমাবেশ করার আগে ভয় পাই। কারণ, ওই নে ব্লেম গেম, ওরাই পটকা মারবে আর ওরাই আমাদের দোষ দেবে। এই সরকার এই খেলাগুলো ভালো জানে।’

মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে বোকা বানিয়ে পার পাওয়া যাবে না উল্লেখ করে ফখরুল বলেন, ‘জনগণ এতো বোকা নয়। সব বুঝে মানুষ। তাদের মনে ধিকিধিকি আগুন জ্বলছে।’

ঢাকাটাইমস/২৪জুলাই/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :