তারাকান্দায় নৌকা প্রার্থী ফজলুল হকের জয়

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৮, ২১:৪০

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফজলুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬ হাজার ভোট বেশি পেয়েছেন। এছাড়াও দুই ভাইস-চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন ২০ হাজার ভোট এবং নজরুল ইসলাম নয়ন ১২ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ৭২টি কেন্দ্রের মধ্যে রাত ৯টা পর্যন্ত আসা ৬৮টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে নৌকা ৪১ হাজার ২৬৭ ভোট, বিএনপি বিদ্রোহী আনারস ২৬ হাজার ৪৫৩, ধানের শীষ ৫ হাজার ৯০০, ভাইস-চেয়ারম্যান পদে খেজুর গাছ ২৯ হাজার ৭৪৮, নৌকা ৪০ হাজার ৩৩, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নৌকা ৫০ হাজার ৮৮৬ ও ধানের শীষ ১৮ হাজার ১৯৩ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর জানান, বুধবার ভোটের শুরুর দিকে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে বাড়ে।

জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক (নৌকা), বিএনপির প্রার্থী নিলুফার ইয়াছমিন মনি (ধানের শীষ), বিএনপি বিদ্রোহী প্রার্থী তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা খান (আনারস) ও জাসদ প্রার্থী তারাকান্দা উপজেলা শাখা জাসদের সভাপতি শহীদুল হক (মশাল) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী (নৌকা), বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের মাওলানা খাইরুল ইসলাম (খেজুর গাছ) এবং ইসলামী ঐক্যজোটের শরীফুল আকন্দ মোস্তফা (মিনার) এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সালমা আক্তার কাকন (নৌকা), বিএনপির হোসনে আরা আকন্দ (ধানের শীষ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।

৭২টি ভোট কেন্দ্রের ৬২৩টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :