চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
  প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ১৫:৩৮
অ- অ+

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির দুই গ্রুপের সংগর্ষে কমপক্ষে ৬জন আহত হয়েছেন।

আহত ছয়জন হলেন, জুবায়ের, শাহাদাত হোসেন, আজিজুল হক, জুম্মন, ইমাম ও বখতিয়ার।

সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত এবং এএফ রহমান হল ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির বিজয় গ্রুপ ও সিএফসির গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিজয় গ্রুপের ছাত্রলীগের কর্মীরা এএফ রহমান হলে ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নেন।

পরে উভয় গ্রুপই একে অপরকে ইটপাটকেল ছুড়লে ৬জন আহত হন। তাদের মধ্যে ২ জনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/জেজে/ওআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
মুরাদনগরের প্রতিটি ইউনিয়নে বিএনপির বিক্ষোভ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৫১
বিদ্যুৎ বিল সংগ্রহে ওজোপাডিকো ও কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা