বরিশালে মেয়র হচ্ছেন সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে
| আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২২:৫৮ | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৮, ২১:১৪

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণা চলছে। এখন পর‌্যন্ত ফলাফলের যে প্রবণতা তাতে মেয়র পদে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিপুল ভোটে জয়ের পথে এগিয়ে রয়েছেন।

এই সিটি করপোরেশনের মোট ১২৩টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ পাওয়া ৯৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৯৯ হাজার ৪৪০ ভোট। আর ধানের শীষে বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১২ হাজার ৭৬৭ ভোট।

তবে ভোটে অনিয়মের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী দুপুরের আগে ভোট বর্জনের ঘোষণা দেন। এই সিটিতে আরও দুজন ভোট বর্জন করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা) ও বাসদের ডা. মনীষা চক্রবর্তী (মই)। এখানে মেয়র পদে আরও দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গণনা চলছে। নানা মাধ্যমে প্রার্থীদের কাছে বিভিন্ন কেন্দ্রের ফল আসছে। তারা তা নিজস্ব উদ্যোগে প্রচার করছেন। এ ছাড়া তিনি সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারাও কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছেন আনুষ্ঠানিকভাবে।

আজ সোমবার সকাল আটটা থেকে তিন সিটি করপোরেশন নির্বাচনে একয়োগে ভোট নেয়া হয়। একটানা ভোট গ্রহণ চলে বিকাল চারটা পর‌্যন্ত।

এবার এই সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬।

এ ছাড়া বরিশালে কাউন্সিলর পদে সাধারণ ৩০টি ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১২৯ জন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :