ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৮, ১৫:৪০

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

রবিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন, শৈলকুপা উপজেলার মুস্তাকুর রহমান ওরফে ব্যানেট ও কামান্না গ্রামের শামু আমমেদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৬ এপ্রিল শৈলকুপার আহসাননগর গ্রামের সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ মোটরসাইকেলে করে পাওনা টাকা আদায় করতে পাওনাদারদের কাছে যায়। শৈলকুপার কবিরপুর অগ্রনী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিররা তাকে অপহরণ করে বগুড়া গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে একটি মেহগনি বাগানে মাটিচাপা দিয়ে রাখে।

পরদিন নিহতের ছেলে মামুনুর রশিদ শৈলকুপা থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ব্যানেটকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিহতের লাশ উদ্ধার করা হয়।

পরে তদন্ত শেষে পুলিশ পরের বছর ২০১১ সালের ১১ মে ৪ জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার দুপুরে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আরেক আসামি রাকুকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে ঝিনাইদহে ব্যবসায়ী মিজানুর রহমান হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শনিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ী মিজানুর হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সদর উপজেলার চাপড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে সাঈদ হাসান ও ভুটিয়ারগাতী গ্রামের কেসমত আলীর ছেলে আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :