প্রতিটি স্তরে নারীদের কর্মক্ষেত্র তৈরি হয়েছে: খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৮, ২০:০৫

দেশের প্রতিটি স্তরে নারীদের কর্মক্ষেত্র তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সম-অধিকার বিষয়টা অন্তর্ভুক্ত করেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সেটা বাস্তবায়ন করেছে। এখন দেশের প্রতিটি স্তরে নারীদের কর্মক্ষেত্র তৈরি হয়েছে। তারা সাহসিকতার সঙ্গে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন।

রবিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে যতবেশি চর্চা করবো, তাঁকে ধারণ করবো, তার প্রদর্শিত পথ আমরা যত বেশি লালন করবো, বাংলাদেশ ততো বেশি উজ্জল হবে।’

‘বঙ্গবন্ধুকেহত্যার মাধ্যমে তাঁরা শুধু একটি মাত্র ব্যক্তি, পরিবার নয়, দেশকে যারা ধ্বংস করতে চেয়েছিলো তারা ব্যর্থ হয়েছে। আজকে আমরা নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করছি। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে। তাই বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু মানেই হলো বাংলাদেশ, এখানে বঙ্গবন্ধুকে হত্যা করা যাবে না।’

খালিদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের মা-বোনরা যে জন্য আত্মত্যাগ করেছিলেন, তা আজ স্বার্থক আমরা বলতে পারি। কারণ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। ১৯৭৫ সাল পরবর্তী সময়ে আমাদের মায়েরা অনেক আত্মত্যাগ করেছিলেন। তাদের এ আত্মত্যাগের কারণেই আজকে বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, নিরাপদ সড়কের দাবিতে আমাদের ছেলেরা আন্দোলন করল। ওই আন্দোলনে প্রতিক্রিয়াশীলরা ঢুকে আওয়ামী লীগ অফিস আক্রমণ করে। সেই সময় প্রধানমন্ত্রী আমাদের বলেছিলেন- তোমরা মাথা ঠান্ডা রেখে অবস্থান গ্রহণ করো। তিনি এক মুহূর্তের জন্যও বিচলিত হননি। তিনি পরিস্থিতি মোকাবেলা করে ঘটনার পরিসমাপ্তি ঘটাননি শুধু, এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরও চিহিৃত করেছেন সাহসিকতা ও সততা দিয়ে।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি বেগম সাফিয়া খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের পরিচলনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মণি, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ।

ঢাকাটাইমস/১৯আগস্ট/টিএ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :