খালেদার মেডিকেল বোর্ডের বক্তব্য প্রত্যাখ্যান ১১০১ চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৭
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকিমুক্ত বলে তার চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বিএনপিপন্থী এক হাজার ১০১ জন চিকিৎসক। রবিবার বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের মতামত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক তুলে ধরেন। আর এর প্রতিক্রিয়ায় সন্ধ্যায় এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান ওই চিকিৎসকরা।

বঙ্গবন্ধু মেডিকেলের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম সাক্ষরিত ওই বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বক্তব্যকে ‘স্ববিরোধী’ উল্লেখ করে বলো হয়, এই বক্তব্য ‘দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হয় নাই’।

গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের দ- হওয়া খালেদা জিয়াকে অন্য একটি মামলার বিচারে ৫ সেপ্টেম্বর থেকে আদালত বসানো হয়েছে কারাগারে। আর সেদিন তিনি উপস্থিত হয়ে নিজের অসুস্থতার কথা জানান। ১২ সেপ্টেম্বর অসুস্থতার কথা বলে আদালতে আসেনওনি।

এর আগেও নানা সময় মামলার তারিখ পড়লে খালেদা জিয়ার অসুস্থতা এবং বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার দাবিটি সামনে এনেছে বিএনপি। এবারও তাই হয়। গত ৯ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে পাঠানোর অনুরোধ করে। এরপর ১৩ সেপ্টেম্বর এই মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে এই বোর্ডে সদস্যরা শনিবার কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন।

রবিবার বিএসএমএমইউর পরিচালক আব্দুল্লাহ আল-হারুন সংবাদ সম্মেলনে বলেন, ‘খালেদা জিয়ার নতুন করে কোনও রোগ সৃষ্টি হয়নি। আগের যেসব শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হতে চাইলে বঙ্গবন্ধু মেডিকেলেই সেসবের চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।’

বিএনপিপন্থী চিকিৎসকদের বিবৃতিতে বলা হয়, ‘সরকার বারবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী চিকিৎসা ও বিশেষায়িত হাসপাতালে ভর্তির ব্যবস্থা না করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। এতে করে জনগনের মধ্যে এই ধারণা প্রবল থেকে প্রবলতর হচ্ছে যে জেলখানায় চিকিৎসা না দিয়ে জনপ্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা না করায় বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে। বলা হয়, ‘তিনি অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারেন না, হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। অথচ তিনি জেলে যাওয়ার আগে নিজে একা একা হাঁটাচলা করতে পারতেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারতেন।’ ‘কারাগারের এই নিঃসঙ্গতা তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি ও জটিল আকার ধারণ করেছে।’

অধ্যাপক মবিন খান, বায়েছ ভূঁইয়া, সিরাজউদ্দিন আহমদ, আব্দুল মান্নান মিয়া, মিজানুর রহমান, এ কে এম আজিজুল হক, এ জেড এম জাহিদ হোসেন, ফরহাদ হালিম ডোনার, আব্দুল কুদ্দুস, মতিউর রহমান মোল্লা, এ এস এম এ রায়হান, ফিরোজা বেগম, সাইফুল ইসলাম, খাদিজা বেগম প্রমুখ বিবৃতিতে সই করেন।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :